কিভাবে অনলাইন থেকে আয় করা যায়?
সিপিএ মার্কেটিংঃ
যারা
একদম নতুন, অনলাইন থেকে আয় করতে চান তারা সিপিএ মার্কেটিং দিয়ে কেরিয়ার
শুরু করতে পারেন কারণ এটি সব থেকে সহজ,যে কেউ করতে পারেন।এটি পিসি ছাড়া
মোবাইল দিয়ে ও করা যায়।সেজন্য যারা নতুন তারা সিপিএ মার্কেটিং দিয়ে কেরিয়ার
শুরু করতে পারেন।
সিপিএ
মানে কষ্ট পার একশন অর্থাৎ প্রতি একশন কম্লিট করলে একশন প্রতি যে আয় হয়
তাকে সিপিএ মার্কেটিং বলে।যেমন ধরেন,কোন একটি কোম্পানি বললো যে তাদের
কোম্পানির এপ গুলা প্রচার করতে হবে সেক্ষেত্রে আপনি যদি ঐ এপ গুলির লিংক
সুসাল মিডিয়াই পাবলিশ করেন এবং সেই লিংক থেকে যদি কেউ ঐ এপ ডাউনলোড করে
সেক্ষেত্রে আপনাকে প্রতি ডাউনলোডে মনে করেন ৩ ডলার করে দিবে কোম্পানি।এইরকম
যতজন ঐ এপ ডাউনলোড/ইনস্টল করবে ততোবারই আপনি তিন ডলার করে আপনার একাউন্টে
পেয়ে যাবেন।ঠিক একইভাবে কোম্পানি বললো আমার কোম্পানির এই এই পন্য গুলোর
বিজ্ঞাপন প্রচার করতে হবে তখন আপনি কাজ টা নিলেন এবং প্রচার শুরু করলেন ঐ
বিজ্ঞাপন এর লিংক বিভিন্ন সুসাল মিডিয়াই প্রচার করলেন এবং যতবার কোন
ট্রাফিক ঐ লিংক এ ক্লিক করবে প্রতি ক্লিক এর জন্য আপনি একটি নির্দিষ্ট
পরিমাণ ডলার বা সেন্ট পেয়ে যাচ্ছেন।তারা বলে দিতে পারে যে প্রিতি ক্লিকে.
৩০ সেন্ট. ৭০ সেন্ট এভাবে।১০০ সেন্ট মানে হলো ১ ডলার।১ ডলারে হয় বাংলা
টাকায় ৮৭ মতো।এভাবে তারা বিভিন্ন ধরণের পণ্য বিজ্ঞাপনের জন্য প্রচারক
হায়ার করতে পারে।এভাবে প্রতি টা একশন সম্পন্ন করলে প্রতি একশনের জন্য যে
পেমেন্ট প্রদান করা হয় তাই হলো সিপিএ বা সিপিএ মার্কেটিং।
কাজ করতে গেলে যা জানা আবশ্যক:
CPA-Cost Per Action
Ad -Advertisement
CPM-Cost Per Thousand
B2B-Business to Cusiness
CTR-Click-Through Rate/Ratio
CTR-Click-Through Rate/Ratio
PPA-Pay Per Action PPC-Pay Per Click
CPO-Cost Per Order
EPC-Earnings Per Click
PPL-Pay Per Lead
ROI- Return On Investment
PPV-Pay Per View
SEO-Search Engine Optimization
SE-Search Engine
SEM-Search Engine Marketing
PPS-Pay Per Sale
SERP-Search Engine Results Page
CPS-Cost Per Sale
UV- unique visitor
সিপিএ মার্কেট প্লেসে কাজ করতে গেলে উপরোক্ত সংকেত গুলো জানা থাকলে কাজ করতে সুবিধা হয়।
পেমেন্ট মেথট
সিপিএ
মার্কেটিং জানলাম এবার সিপিএ মার্কেটিং করে টাকা উত্তোলন টা দেখতে হবে।
টাকা উত্তোলন করাই হচ্ছে মেইন কাজ,যেমন বিভিন্ন সাইডে কাজ করে টাকাটা যে
মেথটে উত্তোলন করবেন বাংলাদেশে হলে Payoner account must লাগবে কারণ
বাংলাদেশে payoner account ছাড়া টাকা উঠানো যায় না। অন্য দেশে হলে পেপাল
একাউন্ট দিয়ে টাকা উঠানো যায় কিন্তু বাংলাদেশে সম্ভব নয়।এছাড়া আর ও অনেক
সাইড আছে যেমন বিটকয়েন,পাইজা ইত্যাদি।পিওনিয়ার একাউন্ট খুলার জন্য আপনার
দরকার হবে
একটি ফ্রেশ,
ইমেইল আইডি,
ফোন নাম্বার,
এনআইডি,
এবং পার্সোনাল ব্যাংক একাউন্ট নাম্বার
কিছু জনপ্রিয় ওয়েবসাইট/নেটওয়ার্ক,যেখানে আপনারা কাজ করতে পারবেন
1)Aragon Advertising
2)Profitads
2)The lead wolbs
3)Affmine
4)CPAbuild
5)mylead
6)cpalead
7)Algo-Affiliates etc
এই
নেটওয়ার্ক গুলো ঠিক আছে কিনা তাদের পেমেন্ট সিস্টেম চেক করার জন্য গুগলে
সার্স করতে পারেন যে Offervault website e ঢুকে সার্স অপশনে নেটওয়ার্ক
গুলোর যেটিতে কাজ করতে চাচ্ছেন সেটি দিয়ে সার্স করতে পারেন।
আপনারা
যে নেটওয়ার্ক গুলোতে কাজ করবেন সেই নেটওয়ার্কের বিজ্ঞাপন গুলোর পাবলিশার
হিসেবে দায়িত্ব পালন করবেন।সেগুলি প্রচারের জন্য আপনাদের প্রচুর পরিমাণে
ট্রাফিক প্রয়োজন হবে,
ট্রাফিক আপনারা ইউটিউব এ সার্স করলে পেয়ে যাবেন কিভাবে ট্রাফিক পাওয়া যায় সহজে।
কিছু সাইড আছে যেমন, Affmine,Cpabuild এই সাইড গুলিতে একাউন্ট খুলার জন্য আপনাকে স্কাইপ ও ওয়েবসাইট তৈরি করে নিতে হবে।
কিভাবে
ফ্রি একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন সেটা ইউটিউব এ দেখে নিবেন।এভাবে
চাইলে আপনারা খুব সহজে সিপিএ মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করতে পারবেন।
0 Comments